বিএড ২০২২ ব্যাচের একীভূত শিক্ষা (EDBN-2402) নির্ধারিত কাজ ১
# এটি নির্ধারিত কাজ এর একটি নমুনা। কেমন হয়েছে দয়া করে কমেন্টে জানাবেন, ধন্যবাদ। # # শিখন ও শিখন যাচাই (EDBN-2401) এর নির্ধারিত কাজ-১ # শিখন ও শিখন যাচাই (EDBN 2401) এর নির্ধারিত কাজ-২ # একীভূত শিক্ষা (EDBN-2402) নির্ধারিত কাজ-১ # একীভূত শিক্ষা (EDBN-2402) নির্ধারিত কাজ- ২ # প্রাথমিক শিক্ষা এর (EDBN-2451) নির্ধারিত কাজ ১ # প্রাথমিক শিক্ষা এর (EDBN-2451) নির্ধারিত কাজ ২ কোর্সের নামঃ একীভূত শিক্ষা কোর্স কোডঃ EDBN-2402 নির্ধারিত কাজ-১ "জাতীয় এবং আর্ন্তজাতিক ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুদের জন্য বিদ্যমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ধারা বিবৃতকরণ" ভূমিকাঃ প্রতিবন্ধী শিশুদের সক্ষমতা সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই বলেই আমরা অনেক সময় তাদের প্রতি অবিচার করে ফেলি। প্রথমেই তাকে আমরা সমাজ থেকে আড়াল করার মাধ্যমে শুরু করি তার সঙ্গে নেতিবাচক আচরণ। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রতিবেশীরাও জানে না তাদের পাশের বাড়িতে একটি প্রতিবন্ধী শিশু রযেছে। তাকে এভাবে আড়াল করার মাধ্যমে শিশুর ক্ষতিকে অনেকাংশে বাড়িযে তুলি। এর ফলে শিশুর সামাজিক বিকাশে বিঘ্ন ঘটে...