৯ম-১০ম বিজ্ঞান ২য় অধ্যায় "জীবনের জন্য পানি" পাঠ ২.১
৯ম-১০ম শ্রেণী বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি সংশ্লিষ্ট পাঠসমূহ ২.১.১ পানির ধর্ম ২.১.২ পানির উৎস ২.১.৩ জলজ উদ্ভিদ ও প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা ২.১.৪ জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা ২.১.১-২.১.২ পানির ধর্ম ও উৎস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন ১। স্ফুটনাঙ্ক কাকে বলে? (রা. বো. '২৪: দি, বো. ২৪; কু. বো, '২৩) উত্তর: বায়ুমন্ডলীয় চাপে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় সে তাপমাত্রাই হলো ঐ তরল পদার্থের স্ফুটনাঙ্ক। প্রশ্ন ২। গলনাঙ্ক কাকে বলে? (ঢা. বো., সি. বো., দি. বো., ম. বো. '২৩; চ. বো, '২৩, '১৭: কু. বো, চ. বো, '১৬) উত্তর: যে তাপমাত্রায় একটি কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয় তাকে ঐ পদার্থের গলনাঙ্ক বলে। প্রশ্ন ৩। সার্বজনীন দ্রাবক কাকে বলে? (ঢা. বো,, রা, বো,, সি. বো, '২৩; এ বো, '১৭) উত্তর: যেসব দ্রাবক সব ধরনের পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে সার্বজনীন দ্রাবক বলে। যেমন- পানি। প্রশ্ন ৪। বিশুদ্ধ পানির pH মান কত? [সি. বো. '২০; কু. বো. '১৭] উত্তর: বিশুদ্ধ পানির pH মান 7। প্রশ্ন ৫। লোনা পানি কাকে বলে? [কু. বো. '১৯] উত্তর: যে ...