৯ম-১০ম শ্রেণী রসায়ন ৩য় অধ্যায় সংক্ষিপ্ত-অনুধাবন মূলক প্রশ্ন--১
রসায়ন (Chemistry)
৩য় অধ্যায়
পদার্থের অবস্থা (Structure of Matter)
সংক্ষিপ্ত/অনুধাবনমূলক প্রশ্ন
প্রথম অংশ
★ 3.1 মৌলিক ও যৌগিক পদার্থ
প্রশ্ন ১। মৌল বা মৌলিক পদার্থ কী? উদাহরণ দাও।
প্রশ্ন ২। যৌগিক পদার্থ কী? উদাহরণ দাও।
★ 3.2 পরমাণু ও অণু
প্রশ্ন ৩। অণু ও পরমাণু কী? সংজ্ঞা লেখ।
প্রশ্ন ৪। অণু ও পরমাণুর মধ্যে দুইটি পার্থক্য লেখ।
প্রশ্ন ৫। মৌলিক অণু ও যৌগিক অণু কী? উদাহরণ দাও।
প্রশ্ন ৬। S এবং S8 এর মধ্যে পার্থক্য লেখ।
★ 3.3-3.4 মৌলের প্রতীক ও সংকেত
প্রশ্ন ৭। মৌলের প্রতীক কী? উদাহরণ দাও।
প্রশ্ন ৮। সিলভার ও টিন এর ল্যাটিন নাম ও প্রতীক লেখ।
প্রশ্ন ৯। প্রতীক লেখার দুইটি নিয়ম লেখ।
প্রশ্ন ১০। সংকেত বলতে কী বুঝায়? উদাহরণ দাও।
প্রশ্ন ১১। প্রতীক ও সংকেতের মধ্যে দুইটি পার্থক্য লেখ।
প্রশ্ন ১২। একটি যৌগিক অণুর এবং একটি মৌলিক অণুর সংকেত লেখ।
★ 3.5 পরমাণুর সাংগঠনিক কণা
প্রশ্ন ১৩। পরমাণুর সাংগঠনিক কণা কী?
প্রশ্ন ১৪। ইলেকট্রন কী? এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
প্রশ্ন ১৫। প্রোটন কী? এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
প্রশ্ন ১৬। পরমাণুর সাংগঠনিক কণা তিনটির প্রকৃত ভর কত?
প্রশ্ন ১৭। পরমাণুর স্থায়ী কণিকা তিনটির আধান কত?
প্রশ্ন ১৮। নিউট্রন কী? এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
প্রশ্ন ১৯। কোনো মৌলের প্রোটন সংখ্যা 9 হলে মৌলটি কী হতে পারে? ব্যাখ্যা কর।
প্রশ্ন ২০। 12X এর মৌলটি কী?
প্রশ্ন ২১। সিলিকনের পারমাণবিক সংখ্যা 14 বলতে কী বুঝ?
প্রশ্ন ২২। AI এর পারমাণবিক সংখ্যা 13 বলতে কী বুঝ?
প্রশ্ন ২৩। পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য কেন? ব্যাখ্যা কর।
প্রশ্ন ২৪। Na পরমাণুর সামগ্রিকভাবে চার্জ শূন্য কেন? ব্যাখ্যা কর।
প্রশ্ন ২৫। Na এর ভরসংখ্যা 23 বলতে কী বুঝ?
প্রশ্ন ২৬। কোন মৌলের নিউট্রন সংখ্যা কীভাবে বের করা যায়?
প্রশ্ন ২৭। 3717CI পরমাণুটির মধ্যে 1 টি ইলেকট্রন ও 2 টি নিউট্রন যুক্ত হলে কী পরিবর্তন ঘটবে?
প্রশ্ন ২৮। 2412Mg2+ বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
প্রশ্ন ২৯। 3517Cl- দ্বারা কী বুঝায়? ব্যাখ্যা কর।
প্রশ্ন ৩০। পরমাণুর ভর ও পারমাণবিক ভরের মধ্যে ২টি পার্থক্য লিখ।
প্রশ্ন ৩১। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার মধ্যে ২টি পার্থক্য লেখ।
প্রশ্ন ৩২। 3919K+ সংকেতটির তাৎপর্য লেখ।
★ 3.6 পরমাণুর মডেল
প্রশ্ন ৩৩। রাদারফোর্ড পরমাণু মডেলের দুইটি সীমাবদ্ধতা উল্লেখ কর।
প্রশ্ন ৩৪। রাদারফোর্ডের মডেলকে সৌরমডেল বলা হয় কেন?
প্রশ্ন ৩৫। বোর পরমাণু মডেলের দুইটি সীমাবদ্ধতা উল্লেখ কর।
প্রশ্ন ৩৬। পারমাণবিক বর্ণালি সৃষ্টি হয় কীভাবে?
দ্বিতীয় অংশ এর জন্য ক্লিক করুন
Comments
Post a Comment