৯ম-১০ম শ্রেণী রসায়ন ৩য় অধ্যায় সংক্ষিপ্ত-অনুধাবন মূলক প্রশ্ন-২
রসায়ন (Chemistry)
৩য় অধ্যায়
পদার্থের অবস্থা (Structure of Matter)
সংক্ষিপ্ত/অনুধাবনমূলক প্রশ্ন (২)
দ্বিতীয় অংশ
★ 3.7 পরমাণুর শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস
প্রশ্ন ৩৭। অরবিট এবং অরবিটালের মধ্যে দুইটি পার্থক্য লেখ।
প্রশ্ন ৩৮। বিভিন্ন শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?
প্রশ্ন ৩৯। বিভিন্ন উপশক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?
প্রশ্ন ৪০। N শেলের বিভিন্ন উপস্তর ও তাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাও।
প্রশ্ন ৪১। M শেলের উপশক্তি স্তরসমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাও।
প্রশ্ন ৪২। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের কতটি নীতি রয়েছে ও কী কী? উল্লেখ কর।
প্রশ্ন ৪৩। তৃতীয় শক্তি স্তরে f-orbital অসম্ভব কেন?
প্রশ্ন ৪৪। দ্বিতীয় প্রধান শক্তিস্তরে 'd' অরবিটাল থাকে না কেন?
প্রশ্ন ৪৫। 2p অপেক্ষা 2s অরবিটাল এর শক্তি কম- ব্যাখ্যা কর।
প্রশ্ন ৪৬। 3p অরবিটালের শক্তি 3d অপেক্ষা কম কেন?
প্রশ্ন ৪৭। 3d অরবিটালের শক্তি অপেক্ষা 4s এর শক্তি কম-ব্যাখ্যা কর।
প্রশ্ন ৪৮। 2d এবং 3f অরবিটাল সম্ভব নয় কেন?
প্রশ্ন ৪৯। K এর 19 তম ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে যায় কেন- ব্যাখ্যা কর।
প্রশ্ন ৫০। 29X মৌলটির ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমশীলতা প্রদর্শন করে কি-না- ব্যাখ্যা কর।
প্রশ্ন ৫১। Fe3+ আয়নের সুস্থিতি ব্যাখ্যা কর।
প্রশ্ন ৫২। Cr সাধারণ নিয়মের ইলেকট্রন বিন্যাস মানে না কেন?
★ 3.8 আইসোটোপ
প্রশ্ন ৫৩। আইসোটোপ কী?
প্রশ্ন ৫৪। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম পরস্পরের আইসোটোপ - ব্যাখ্যা কর।
প্রশ্ন ৫৫। 11H এবং 31 H পরস্পর আইসোটোপ-ব্যাখ্যা কর।
প্রশ্ন ৫৬। আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য লিখ।
প্রশ্ন ৫৭। 126M ও 136M পরস্পর আইসোটোপ কেন?
প্রশ্ন ৫৮।14C আইসোটোপের ব্যাখ্যা দাও।
প্রশ্ন ৫৯। একই মৌলের ভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট পরমাণু পাওয়া সম্ভব- ব্যাখ্যা কর।
প্রশ্ন ৬০। ফ্লোরিনের ১টি পরমাণুর ভর 3.16x10-23g হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর।
প্রশ্ন ৬১। অ্যালুমিনিয়ামের ১টি পরমাণুর ভর 4.482×10-23g হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর।
প্রশ্ন ৬২। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হয় কেন?
প্রশ্ন ৬৩। F এর আপেক্ষিক পারমাণবিক ভর 19 হয় কেন?
প্রশ্ন ৬৪। নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 14 বলতে কী বুঝায়?
প্রশ্ন ৬৫। আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক আছে কী?
প্রশ্ন ৬৬। CO2 এর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় কর।
প্রশ্ন ৬৭। H2SO4 এর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় কর।
প্রশ্ন ৬৮। HNO3 এর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় কর।
★ 3.10 তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার
প্রশ্ন ৬৯। তেজস্ক্রিয় আইসোটোপ কী?
প্রশ্ন ৭০। চিকিৎসাক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের দুটি ব্যবহার লেখ।
প্রশ্ন ৭১। কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের দুইটি প্রায়োগিক দিক উল্লেখ কর।
প্রশ্ন ৭২। তেজস্ক্রিয়তার দুইটি ক্ষতিকর দিক উল্লেখ কর।
বন্ধুদের সাথে শেয়ার করুন।
ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইরান।
Comments
Post a Comment