৯-১০ম শ্রেণী রসায়ন ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্নঃ

 নবম-দশম শ্রেণী রসায়ন দ্বিতীয় অধ্যায় 

এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নসমূহঃ





১. আন্তঃআণবিক শক্তি কাকে বলে?

২. গলনাঙ্ক কাকে বলে?

৩. নিঃসরণ কাকে বলে?

৪. ব্যাপন কী?

৫. উর্ধ্বপাতন কী?

৬. মোম কী?

৭. ঘনীভবন কাকে বলে?

৮. স্ফুটনাঙ্ক কি?

৯. পাতন কাকে বলে?

১০. বাষ্পীভবন কাকে বলে?

১১. স্ফুটন কী?

১২. কোন ধরনের পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে?

১৩. কোন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকে?

১৪. পদার্থের কোন অবস্থায় অণুসমূহের মধ্যকার আকর্ষণ শক্তি অত্যন্ত নিম্নমানের হয়?

১৫. তাপমাত্রা পরিবর্তনে পদার্থের অণুর গঠনের কী ধরনের পরিবর্তন সাধিত হয়?

১৬. গ্যাসীয় অবস্থায় পদার্থের কণাসমূহ কিভাবে অবস্থান করে?

১৭. পদার্থের কণাসমূহের গতিশীলতা কোনটির মাধ্যমে ব্যাখ্যা করা যায়?

১৮. তরল কোন শর্তে গ্যাসে পরিণত হয়?

১৯. কঠিন পদার্থ কোন তাপমাত্রায় তরলে পরিণত হয়?

২০. পটাসিয়াম পারম্যাঙ্গানেট কোন বর্ণের?

২১. পাকা কাঁঠালের গন্ধ ঘরময় ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?

২২. ব্যাপন প্রক্রিয়াটির উপর কোন নিয়ামকের প্রভাব নেই?

২৩. তাপমাত্রা বাড়ালে ব্যাপন হারের কিরূপ পরিবর্তন ঘটে?

২৪. সুপার হিটেড ওয়াটার কাকে বলে?

২৫. তাপ প্রয়োগে কঠিন থেকে গ্যাসে পরিণত হয় এরূপ দুটি পদার্থের নাম লিখ।

২৬. মোমের দহন বিক্রিয়াটি লিখ।

২৭. NaCl এর গলনাঙ্ক কত?

২৮. শুষ্ক বরফ কী?

২৯. কপূরের সংকেত লিখ।


নিজে নিজে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তৈরী করে উত্তর মিলিয়ে নিন https://bit.ly/3RGYWl4



ধন্যবাদ। 

জাজাকাল্লাহু খাইরান। 









Comments

Popular posts from this blog

বিএড ২০২২ ব্যাচের একীভূত শিক্ষা (EDBN-2402) নির্ধারিত কাজ ১

বিএড ২০২২ ব্যাচের শিখন ও শিখন যাচাই (EDBN-2401) নির্ধারিত কাজ ১

বিএড ২০২২ ব্যাচের প্রাথমিক শিক্ষা এর (EDBN-2451) নির্ধারিত কাজ ২