অষ্টম শ্রেণি বিজ্ঞান অভিজ্ঞতা ৪ঃ ফিল্ড ট্রিপ
অষ্টম শ্রেণি বিজ্ঞান অভিজ্ঞতা ৪ঃ ফিল্ড ট্রিপ এর সুপার সাজেশন সংশ্লিষ্ট বিষয়বস্তুঃ অনুসন্ধানী পাঠ অধ্যায় ১ঃ গতির কথা, অধ্যায় ২ঃ শক্তি ; ক বিভাগঃ এক কথায় উত্তর। ১.১ দূরত্ব ও সরণ প্রশ্ন-১. সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে? উত্তর: গতি। প্রশ্ন-২. যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় সে বিন্দুকে কী বলা হয়? উত্তর: প্রসঙ্গ বিন্দু। প্রশ্ন-৩. ভিন্ন ভিন্ন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানের পরিবর্তন কেমন? উত্তর: আপেক্ষিক। সে প্রশ্ন-৪. চলমান বস্তুর বেলায় একটি বস্তু যেটুকু পথ অতিক্রম করে তার দৈর্ঘ্যের পরিমাণকে কী বলা হয়? উত্তর: দূরত্ব। প্রশ্ন-৫. কোনো বস্তুর শেষ ও শুরুর অবস্থানের মধ্যবর্তী নূন্যতম সোজাসুজি দূরত্বকে কী বলে? উত্তর: সরণ। প্রশ্ন-৬. সরণ ও দূরত্বের একক কী? উত্তর: মিটার (m)। প্রশ্ন-৭. R ব্যাসার্ধের কোনো বৃত্তাকার গথ সম্পূর্ণ ঘুরে আসলে বস্তু কর্তৃক মোট সরণ কত হয়? উত্তর: শূন্য (০)। ১.২ দ্রুতি ও বেগ প্রশ্ন-৮. সরল বা বক্র পথে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে? উত্তর: দ্রুতি। প্রশ্ন-৯. সময়ের সাথে বস্তুর সরণের...