Posts

Showing posts from October, 2024

অষ্টম শ্রেণি বিজ্ঞান অভিজ্ঞতা ৪ঃ ফিল্ড ট্রিপ

অষ্টম শ্রেণি বিজ্ঞান অভিজ্ঞতা ৪ঃ ফিল্ড ট্রিপ এর সুপার সাজেশন  সংশ্লিষ্ট বিষয়বস্তুঃ  অনুসন্ধানী পাঠ অধ্যায় ১ঃ গতির কথা, অধ্যায় ২ঃ শক্তি ; ক বিভাগঃ এক কথায় উত্তর। ১.১ দূরত্ব ও সরণ  প্রশ্ন-১. সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে? উত্তর: গতি। প্রশ্ন-২. যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় সে বিন্দুকে কী বলা হয়? উত্তর: প্রসঙ্গ বিন্দু। প্রশ্ন-৩. ভিন্ন ভিন্ন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানের পরিবর্তন কেমন? উত্তর: আপেক্ষিক। সে প্রশ্ন-৪. চলমান বস্তুর বেলায় একটি বস্তু যেটুকু পথ অতিক্রম করে তার দৈর্ঘ্যের পরিমাণকে কী বলা হয়? উত্তর: দূরত্ব। প্রশ্ন-৫. কোনো বস্তুর শেষ ও শুরুর অবস্থানের মধ্যবর্তী নূন্যতম সোজাসুজি দূরত্বকে কী বলে? উত্তর: সরণ। প্রশ্ন-৬. সরণ ও দূরত্বের একক কী? উত্তর: মিটার (m)। প্রশ্ন-৭. R ব্যাসার্ধের কোনো বৃত্তাকার গথ সম্পূর্ণ ঘুরে আসলে বস্তু কর্তৃক মোট সরণ কত হয়? উত্তর: শূন্য (০)। ১.২ দ্রুতি ও বেগ প্রশ্ন-৮. সরল বা বক্র পথে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে? উত্তর: দ্রুতি। প্রশ্ন-৯. সময়ের সাথে বস্তুর সরণের...